সাতক্ষীরায় বিএনপির অনশন কর্মসূচি পালিত

বিএনপির

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রধান সড়কের পাশে শামিয়ানা টানিয়ে জেলা বিএনপির আয়োজনে এই অনশন কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে এর সকল দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অনশন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবু হাসান হাদী।

অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম শফি, সাতক্ষীরা সদর থানা বিএনপির সদস্য সচিব প্রফেসর আতাউর রহমান, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সাতক্ষীরা পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদীর স্বপন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ৮:১০
  • ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন