সাতক্ষীরায় শিশু অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা

“বাল্যবিয়ে রুখব, সম্ভাবনার আগামী গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুরিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এসিএমও এর জেলা পরিচালক মুশফিক উর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসিএমও এর খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক সুদীপ্ত দেবনাথ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এস.এম শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক ভানুবতী সরকার, সহকারী শিক্ষক খালেদা খাতুন ও সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি বলেন, সাতক্ষীরা জেলায় আমরা বাল্যবিয়ে শূন্য শতাংশে নিয়ে আসার চেষ্টা করব। “কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদস্য মুশফিকুর রহমান , সদস্য নাজিফা নিশাত নুহা এবং সাধারণ সম্পাদক রেহনুমা তাহসিন রিমিতিনি বলেন, এই সামাজিক ব্যাধিকে আমরা একসাথে নির্মুল করব এবং বাল্যবিয়ে প্রতিরোধে সর্বাত্মক সচেতন থাকব।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে। কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আনন্দের সহিত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস, ফাতেমা ও লামিয়া আলিফ। এই তিন জনকে মোটিভেশনাল বই পুরষ্কৃত করা হয়। শিক্ষার্থী লামিয়া জানায়, কর্মশালায় সে শিশু অধিকার আইন ও বাল্যবিবাহ আইন সম্পর্কে জানতে পেরেছে এবং এই কর্মশালাটি থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতে পেরে সে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসবে। অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন সাতক্ষীরা শাখার উদ্যোগে ও সৈয়দ মেহেদি রাসেল ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ১০:০০
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন