সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও সিনিয়র একজন সাংবাদিককে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম, আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, যশোর বার্তা পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকা সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে যান ছেলে ও মেয়ের জন্ম নিবন্ধন সংগ্রহ করার জন্য। এসময় বেলা ১২ টার দিকে সন্ত্রাসী রমজানসহ তার বাহিনীর সদস্যরা অর্তকিতে তাদেও উপর হামলা চালায়। তারা হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে আক্তারুল ইসলামের কপালে উপুর্যপুরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সাংবাদিক আতাউর রহমান এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত ফুলা জখম করে সন্ত্রাসীরা। একপর্যায় স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বক্তারা আরো বলেন, গত বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক তাঁর অফিসে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এঘটনা জেলার একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কোন ভাবেই আমাদের কাম্য নয়। এটি খুবই অশোভনীয় ও নিন্দনীয় ঘটনা। মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সাংবাদিকরা আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। একই সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলকে নিগৃহীত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত