সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ৪৭৩ গ্রাম ১২ মিলগ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। রোববার (১০ নভেম্বর) ভোর রাত সাড়ে চারটার সময় সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে এই স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক স্বর্ণ চোরাকারবারির নাম মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১)। তিনি ঢাকার রায়েরবাগ থানার রায়েরবাগ গ্রামের মৃত নুরুল হকের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, সাতক্ষীরাস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন তুজুলপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির এসআইপি এর সদস্য হাবিলদার মোঃ মেজবাহ উদ্দিন রুবেল এর নেতৃত্বে একটি আভিযানিকদল ভোররাতে বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এসময় ভোর রাত সাড়ে চারটার দিকে উক্ত স্থানে ঢাকা হতে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী পরিবহন এমআর স্লিপার কোচ (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশী করে বাংলাদেশী নাগরিক মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) কে ২টি মোবাইলসহ সন্দেহজনকভাবে আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার ডান পায়ের জুতার ভিতরে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৫৭ লক্ষ ৫৭ হাজার ৮৭০ টাকা।
তিনি আরও বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত