সাতক্ষীরার ৪টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীসহ ৬ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। রোববার বিকেল ৪ টার মধ্যে সাতক্ষীরার রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের আসাদুজ্জামান বাবু, জাকের পার্টির ইফতেখার আল মামুন ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী তৌহিদুর রহমান, সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদা খানম মেধা ও সাতক্ষীরা-১ আসনে জাসদের (ইনু) ওবায়দুস সুলতান বাবলু, জাকের পার্টির খোরসেদ আলী। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বিকেল ৪ টার মধ্যে এই ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
৩ মন্তব্য তে “সাতক্ষীরার চারটি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার”
()
vurcazkircazpatliycaz.rz5CnyoDnrnj
()
daxktilogibigibi.3UT9gQScjsnx
()
frisk xyandanxvurulmus.YFEgG9ixgdIp