সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে সেঁজুতির ক্রীড়া সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শনিবার (১১ মে) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ নিজ কার্যালয়ে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তাদের হাতে এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

এমপি সেঁজুতি বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন একাডেমি, সংগঠন ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ মো. মুফাচ্ছিনুল হক তপু, ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পরিচালক মো. ইকরামুল ইসলাম লালু, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও সাজেক্রীস কোচ আলতাফ হোসেন, এমপি সেঁজুতির ব্যক্তিগত সহকারী মো.দিদারুল ইসলাম, ক্রিকেটার স্বপন, রাগবীর জেলা দলের অধিনায়ক মো. রাসেল, শাহাদাত, ভলিবলের জাতীয় খেলোয়াড় বি এম তৌহিদুল ইসলাম তৌহিদ, মহিলা ফুটবল দলের কোচ মমতাজ খাতুন মিরা, বক্সিংয়ের চ্যাম্পিয়ন আফরা খন্দকার প্রাপ্তি, বিসিবি আম্পায়ার এস এম হাবিবুল হাসান, ক্ষুদে ক্রিকেটার হযরত আলীসহ ক্রীড়া সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সকাল ১১:৫৫
  • ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৩ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন