সুরাইয়া রহমান: সাতক্ষীরায় প্রথমবারের মতো দুই দিনব্যাপী নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উই হাটবাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি মোড়ে উই হাটবাজারের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। উই হাটবাজার সাতক্ষীরা প্রতিনিধি তামান্না তাসলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস শাহানা আক্তার বুলু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, যুব মহিলা লীগের ফারহা দীবা খান সাথী, মহিলা আওয়ামী লীগের রওশন আরা রুবি। এছাড়া উপস্থিত ছিলেন খুরশিদ জাহান শিলা, এসমোতারা বেগম, লতিফুন নাহার লতা, রাশিদা খাতুন ডালিম, সালমা হক, ফিরোজা খানম, কাজী মেহেরুন নেছাসহ উই হাটবাজারে অংশগ্রহণ করা নারী উদ্যোক্তারা। উই হাটবাজার উদ্বোধনের পরে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ টাকা খোলা থাকবে। এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গৃহস্থালি বিভিন্ন জিনিস পত্র, মেয়েদের রূপচর্চার সামগ্রী, হাতে তৈরী পোষাক ছাড়াও বিভিন্ন বাহারি আইটেমের পিঠা পাওয়া যাচ্ছে। এখানে ছোট পরিসরে মোট ১২ স্টল অংশগ্রহণ করেছে। সেগুলো হল মিনা ফ্যাশন টেইলারিং, উঠানহাট, রাফসান অনলাইন শপথ, আরজে লেডিস্ স্টাইল, ছোয়া বুটিকস্, অর্ণব ফ্যাশন হাউস, আসমাউল অনলাইন শপথ, দক্ষিণের হাট, অন্বয়, তামান্নাস্ কিসেনস্।