সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সাতক্ষীরা ২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের লক্ষ্যে ভারতে যাওয়ার কারণে গত ১৮ মার্চ ২০২৪ তারিখে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধাা মীর মোস্তাক আহমেদ রবিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার প্রদান করেন এবং সেই সাথে তাঁর অনুপস্থিতিতে দলীয় সকল কার্যক্রম পরিচালনা করার কথাও জানিয়েছেন লিখিত পত্রে। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ভারপ্রাপ্ত সভাপতিকে সকল বিষয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন। এব্যাপারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, মাননীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগসহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সাতক্ষীরার সকল পত্রিকার সম্পাদক বরাবর অনুলিপি প্রেরণ করেছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,বিকাল ৪:৫৫
  • ৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন