নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ১২শ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি:“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে  পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) শীতের সকালে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যোৎসায়ী সদস্য মুহ: মুনজুরুল হক। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক তৈয়েবুর রহমান, এস.এম শামীম পারভেজ, সাবিনা শারমিন, শাহিনা পারভীন, দেবব্রত কুমার মন্ডল, রাবেয়া খাতুন, এস.এম নওরোজ ফারুক হোসেন প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১২শ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল লায়লা বিথী।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১২:১৩
  • ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন