সাতক্ষীরা প্রতিনিধি: দীর্ঘদিন অবহেলিত থাকা সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। রবিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে সুলতানপুর শাহী মসজিদ সড়কে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, শেখ আবুল কালাম প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে সুলতানপুর শাহী মসজিদ সড়ক অভিমুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৪৩০ মিটার আরসিসি ঢালাই রাস্তা ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর শাহী মসজিদের পেশ ইমান হাফেজ মো. হোসাইন আলী।
অপরদিকে, রবিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মোহব্বাত হোসাইন, সাতক্ষীরা পৌর আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, ডা. রুহুল ফরহাদ দিপু প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে প্রসেনজিৎ মাস্টারের বাড়ি হতে এড. এম শাহ আলম এর বাড়ি পর্যন্ত ২০০ মিটার সিসি ঢালাই রাস্তাটি ৬ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এছাড়া, রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের টাউন স্পোটিং ক্লাব সড়কে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএমএ মজনু, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নয়ন ট্রেডার্সের প্রতিনিধি রিপন বিশ্বাস প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে পৌরসভার ২নং ওয়ার্ডের টাউন স্পোটিং ক্লাব এলাকায় ২৪৫ মিটার সড়ক আরসিসি ঢালাই রাস্তা ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত