সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার পার কুখরালী এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, ‘বর্তমানে সাতক্ষীরা পৌরসভার রাস্তাঘাট ও পরিকল্পিত ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। পৌরসভার জনবহুল এ রাস্তাটি দীর্ঘদিন বেহাল ছিল। স্কুলগামী শিক্ষার্থীসহ এলাকার সাধারন মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হত। এই রাস্তাটি নির্মাণ হওয়ায় মানুষের চলাচলের কষ্ট লাঘব হবে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, এসও তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার সৈয়দ শাহিনুর রহমান, শেখ আব্দুল লতিফ, আজিজুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম মন্টু, রুস্তম আলী, আব্দুল জব্বার, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে পার কুখরালীর ডা. ওজিহারের বাড়ির সামনে থেকে পার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত ৩০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানান।