প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ
স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে সচেতনতামূলক কর্মশালা
পরিতোষ কুমার বৈদ্য: শ্যামনগরে স্থানীয় সরকারি প্রতিষ্ঠান ও নারী উন্নয়ন দলের দলনেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় এ কর্মশালায় সিসিডিবি এর এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘এনগেজ প্রকল্প অত্র এলাকায় নারীদের সচেতনতার লক্ষ্যে যে কার্যক্রম করে চলেছে তা সময়োপযোগী। নারীদের পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কন্যা সন্তান ও ছেলে সন্তান উভয়কেই সমান চোখে দেখতে হবে। বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই প্রক্ষিণটি ইউপি সদস্যদের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। তিনি আরও বলেন, সিসিডিবি বহুদিন ধরে এলাকায় স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। এজন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।’
বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রবিউল ইসলাম, মকিন্দ পাইক, স্বপন বাছাড়, বিকাশ মন্ডল, মহিলা ইউপি সদস্য মাছুরা পারভীন, উমা রানী, ইউপি সদস্য হরিদাস হালদার, দেবাশীষ গায়েন, ইউপি সদস্য কাজল কান্তি সরদার প্রমুখ।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নতুন রাস্তা, দৌলতপুর, খুলনা। ইমেইল: khulnarsomoy.bd@gmail.com, যোগাযোগ: 01974 509554, 01518 427444