সাতক্ষীরায় এমপি রবির ঈগল প্রতীকে বীর মুক্তিযোদ্ধাদের সমর্থন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে নৌকা না থাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির প্রতি তাদের সমর্থণ জানালেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকা ও পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, “এমপি রবি একজন বীর মুক্তিযোদ্ধা। সে সব সময় মুক্তিযোদ্ধাদের স্বার্থে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। মহান জাতীয় সংসদে তিনি আমাদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবী তুলে ধরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তা বাস্তবায়ন করেছেন এবং আমাদেরকে সম্মানিীত করেছেন। আমরা সকল সময় সুখে-দুঃখে তাকে কাছে পেয়েছি। তিনি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক। তাকে আমরা আবারও মুক্তিযোদ্ধারা ও সাতক্ষীরার মানুষ এমপি হিসেবে পেলে খুবই উপকৃত হবে। স্বাধীনতার স্বপক্ষের জনতাসহ সকলকে একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার পাশে থেকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল পাখি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান বীর মুক্তিযোদ্ধারা এবং সেই সাথে বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।” এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা এম.এ খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আদর আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান চুয়ে, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আজিজ হাসান প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকা ও পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,রাত ৯:৩৫
  • ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন