সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জয়নগর-গোবিন্দপুর সংযোগ সড়কে এঘটনা ঘটে। আল-আমিন হোসেন ও আমিনুর রহমান নামের ওই দুই নেতাকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল-আমিন কাশিমাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি এবং আমিনুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গোবিন্দপুর গ্রামে গিয়ে স্মার্ট কার্ড নেয়ার সময় দুইপক্ষের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হলেও বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্যামনগর সদরে যাওয়ার সময় তাদের উপর হামলা করা হয়। এসময় কাশিমাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিবুল্লাহ ছাড়াও ইউনিয়ন যুবলীগের নেতা হাবিবুল্লাহসহ ১২/১৪ ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঐ দুইজনকে রক্তাক্ত করে।
এসময় তাদের উদ্ধারে এগিয়ে গেলে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আক্তার ফারুকও হামলার শিকার হন। এ বিষয়ে জানতে চাইলে মহিবুল্লাহ জানান, আগের দিন তাদের সাথে দুর্ব্যবহার করায় কয়েকজন তাদেরকে মারপিট করেছেন। তবে ধারালো অস্ত্রের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি । শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফকির তাইজুর রহমান বলেন, কেউ এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের সহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত