স্মার্ট উপজেলা পরিষদ গড়ার অঙ্গিকার ভাইস চেয়ারম্যান প্রার্থী তানভীর হুসাইন সুজনের

এসএম আশরাফুল ইসলাম: প্রচার-প্রচারণায় জমে উঠেছে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন একাধিক প্রার্থী। তবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মারুফ তানভীর হুসাইন (সুজন)। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন যায়গায় জনসংযোগ, নির্বাচনী পথসভা, মতবিনিময় করেন তিনি। সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, পথসভা ও কুশল বিনিময়কালে এস এম মারুফ তানভীর হুসাইন (সুজন) দল মত নির্বিশেষে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আশ্বাস দেন। এসময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মারুফ তানভীর হুসাইন (সুজন) সকলের সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচিত হলে আগামীতে সকলের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদকে স্মার্ট উপজেলা পরিষদে রূপান্তরিত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ১:৪৪
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৩ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন