সাতক্ষীরায় কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল মাঠে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে¡ প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ। এসময় তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছি, এখন এর সঠিক ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় নারী পুুরুষ সকলকে এগিয়ে আসতে হবে।’ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক, এ, কে, এম শফিউল আযম, বিসিক জেলা কার্যালয়, সাতক্ষীরা’র উপ ব্যবস্থাপক গোলাম সাকলাইন, বেকার পুনর্বাসন সংস্থা সাতক্ষীরার নির্বাহী পরিচালক সালমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মুস্তাসিন বিল্লাহ, বেকার পুনর্বাসন সংস্থার উপদেষ্টা কবির হোসেনসহ দেড়শতাধিক নারীপুরুষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামান।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত