প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৩, ৩:২৮ অপরাহ্ণ
হাফেজ পরিষদের নেতৃবৃন্দের সাথে আসাদুজ্জামান বাবু’র মতবিনিময়
সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে সংসদ সদস্য প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু'র মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা হাফেজ পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের পোস্ট অফিস মোড়ে আসাদুজ্জামান বাবু'র নিজস্ব কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাও. জুলফিকারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে সংসদ সদস্য প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ আবুল হোসেন, সাংগঠনিক সনম্পাদক হাফেজ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ শেখ রকিব, সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী শেখ ফিরোজ হাসান,হাফেজ মাও. আমির হোসেন, হাফেজ মাও. মোজাহিদুল ইসলাম, হাফেজ মোশারাফ হোসেন, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ মাও. শেখ সাকিল, বাস টার্মিনাল আমিনিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাও. রেজাউল করিম, হাফেজ মঈনুদ্দীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, হাফেজ অহিদুজ্জামান, হাফেজ আব্দুস সালাম, হাফেজ ইমরান, হাফেজ ইউসুফ আলী প্রমুখ। মতবিনিময় সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. আনোয়ার হোসেন।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নতুন রাস্তা, দৌলতপুর, খুলনা। ইমেইল: khulnarsomoy.bd@gmail.com, যোগাযোগ: 01974 509554, 01518 427444