সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন, হাইড্রলিক হর্ন জব্দ এবং জরিমানা

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ এবং হাইড্রলিক হর্ন জব্দ এবং জরিমানা করা হয়েছে। বুধবার সাতক্ষীরা শহরের বিনেরপোতা বাইপাস সংলগ্ন এলাকা এবং কাটিয়া টাউন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক মনের অধিক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং পলিথিন শপিং ব্যাগ বিক্রি করার অপরাধে অপরাধীর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন বাস ও ট্রাক থেকে দশটি হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে জব্দ করা হয় এবং ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, পরিদর্শক আসমা খাতুন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান পরিচালনা কালে পরিবেশ রক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১:১০
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন