আবাদেরহাটে জিয়াদ আলীর পরিবারের উপর সংঘবদ্ধ হামলা: থানায় অভিযোগ

আব্দুর রশিদ: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী পূর্বপাড়ার বাসিন্দা মো. জিয়াদ আলী (৪৯) তার ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় আবাদেরহাট বাজারে তাকে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে আক্রমণ করে স্থানীয় কিছু সন্ত্রাসী। অভিযোগের ভিত্তিতে জানা যায়, অত্র এলাকার রাশেদুজ্জামান লিটন (২৭), মোঃ মোস্তাক (২২) এবং মো. মজনু (৫৫)সহ আরও ৫-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি হাতে দা, রড, পাইপ, শাবল ও অন্যান্য অস্ত্র দিয়ে জিয়াদ আলীকে মারধর করে এবং গুরুতর আহত করে। অভিযুক্তরা তার বুকে পাইপ দিয়ে আঘাত করে, হাত ও পায়ে রড দিয়ে মারধর করে এবং তাকে খুন করার হুমকি দেয়। এছাড়াও হামলাকারীরা জিয়াদ আলীর বাড়িতে গিয়ে তার দোকান ও ঘরের দরজা জানালা ভেঙে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং লোহার গ্রিল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। জিয়াদ আলীর স্ত্রী তহমিনা খাতুন ও কন্যা সাদিয়া খাতুনকেও তারা মারধর করে গুরুতর জখম করে। জিয়াদ আলী জানান, হামলার ঘটনার পর থেকে তাদের পরিবার আতঙ্কিত এবং তারা বাড়িতে ফিরে যেতে পারছেন না। স্থানীয়রা বিষয়টি মিডিয়ায় প্রচার করায় অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরিবারটির ওপর নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে হারুন মল্লিক, মোজাম শেখ, লালটু আলী এবং মিলনসহ আরও অনেকে। বর্তমানে জিয়াদ আলী ও তার পরিবারের সদস্যরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সঠিক বিচার দাবী করছেন ভুক্তভোগী পরিবারটি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ১০:০৯
  • ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন