‘মানুষের মুখে হাসি ফোটাতে কুরআন-সুন্নাহর আইন কায়েম করতে হবে’

বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাঁসি ফোটাতে হলে মানব রচিত মতবাদ বাদ দিয়ে কুরআন-সুন্নার আইন কায়েম করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত রুকনদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অতীতে অনেক সরকার দেশে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোন কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। আমারা বিশ্বাস করি, মানব রচিত মতবাদ ভুলে ভরা। যতদিন এই মতবাদ নিরে যারা আন্দোলন করবে, রাজনীতি করবে, তাদের দ্বারা দেশে শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। বরং আল্লাহর মতবাদই আদর্শ মতবাদ। আর সেটা হল ইসলামী মতবাদ, এটাই হক, এটাই সঠিক, কোনো ভুল নেই এখানে।

সাতক্ষীরা জেলা জামায়াতে আমীর মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সহকারি সেক্রেটারি প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক, মাহবুবুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুস সুবহান মুকুল, ডাক্তার মাহমুদুল হক, জামশেদ আলম প্রমুখ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ১০:৫২
  • ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন