আশাশুনিতে চেতনা নাশক স্প্রে করে এক পরিবারের সর্বস্ব লুট

সাতক্ষীরার আশাশুনিতে চেতনা নাশক স্প্রে করে এক বাড়ির সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা সাত ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ৭০ হাজার টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

শনিবার (১২ অক্টোবর) ভোর রাত আড়াইটার দিকে উপজেলার বিছট গ্রামের মৃত কানাই সরদারের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

গৃহকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে তিনি সহ পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়ে। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে। এক পর্যায়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে। এসময় তারা আলমিরা ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও সাত ভরি ওজনের স্বর্ণের গহনা, একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সকাল ৮টার দিকে চেতনা ফিরে পাওয়ার পর তিনি দেখেন ঘরে সবকিছু লন্ডভন্ড করা।আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ৪:৪৩
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন