সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাক আহমেদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা আ: হান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিআরডিবি’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর। এসময় জেলা প্রশাসক বলেন, ৫৩ বছর পরেও স্বাধীনতাটাকে খুজছি। আমরা কি স্বাধীনতা পেয়েছি। আমরা রাজনীতিকে নষ্ট করেছি, আমরা স্বাস্থ্য, শিক্ষা সব কিছুই নষ্ট করেছি। নিজেদের স্বার্থের জন্য রাষ্ট্রের স্বার্থকে শেষ করে দিয়েছি। যারাই জনগনের স্বার্থের বাইরে কাজ করেছে তারাই সমস্যায় পড়েছে। জনগনের স্বার্থের বাইরে কোন কাজ করা যাবে না। রাস্ট্র এবং জনগনের জন্যই আমাদের কাজ করতে হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৯:৫১
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন