আইনজীবী সমিতি : ১১ পদে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রোববার (২০ অক্টোবর) আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনারদের নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৬৬টি মনোনয়ন পত্র বিক্রি হলেও রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, এড. শেখ আব্দুস সাত্তার ও এড. এম শাহ আলম। সহ-সভাপতি পদে এড. এম, আবু বকর, এড. মো. মহিতুল ইসলাম, এড. এস, এম মোশাররফ হোসেন সিদ্দিকী ও এড. খগেন্দ্র নাথ ঘোষ।

সাধারণ সম্পাদক পদে, এড. মোঃ তোজাম্মেল হোসেন তোজাম, এড. মোল্যা মো.আব্দুস সোবহান মুকুল, এড. শেখ এমদাদুল ইসলাম, এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. আকবর আলী ও এড. ওসমান গনি। যুগ্ম সম্পাদক পদে এড. মো. হাফিজুর রহমান, এড. মো. কামরুজ্জামান ভূট্টো ও এড. মোঃ নুরুল আমিন। মহিলা সম্পাদিকা পদে এড. ফারজানা ইয়াসমিন লিমা, এড. উম্মে হাবিবা রুপা ও এড. সুলতানা পারভীন শিখা। কোষাধ্যক্ষ পদে এড. মো. ইউনুস আলী (২), এড. মো. জহুরুল হক, এড. মো. রফিকুল ইসলাম (৩) ও এড. সিরাজুল ইসলাম (৫)। লাইব্রেরী সম্পাদক পদে এড. আ ক ম শামসুদ্দোহা খোকন ও এড. মো. মিজানুর রহমান বাপ্পী। ক্রীড়া সম্পাদক পদে এড. মো. শহিদুল ইসলাম (১), এড. মো. আব্দুল জলিল (৩) ও এড. মো. শাহিদুজ্জামান শাহেদ। সদস্য পদে এড. আবু তালেব, এড. মোঃ আব্দুর রাশেদ, এড. শেখ রাশেদুজ্জামান সুমন, এড. শামীম জাহান রুবেল, এড. আসাদুর রহমান বাবু, এড. সুনীল কুমার ঘোষ, এড. মো. সাইদুজ্জামান জিকু ও এড. লুৎফুন্নেছা রুবি মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ৫৫২ জন ভোটার আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড. শফিকুল ইসলাম খোকন দায়িত্ব পালন করছেন। এছাড়া এড. ফেরদৌসী আরা লুসি, এড. তারক কুমার মিত্র, এড. আনিছুর কাদির ময়না, এড. খায়রুল বদিউজ্জামান, এড. এস, এম মশিয়ার রহমান ও এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৬:০৭
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন