স্কুল শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামে স্কুল শিক্ষার্থী আফরোজা খাতুনকে (১৫) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানা একটি মামলা দায়ের করা হয়েছে। আফরোজার বাবা ফারিজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় যুবক আবু সাঈদ শান্ত সহ তিন জনকে আসামি করে শনিবার (২ নভেম্বর) দেবহাটা থানায় এ মামলা দায়ের করেন। আত্মহননকারী স্কুল শিক্ষার্থী আফরোজা খাতুন দেবহাটা উপজেলার বহেরা এটিএম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের ফারিজুল ইসলামের মেয়ে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের শাহজাহান সিরাজের ছেলে আবু সাঈদ শান্ত (২১) দীর্ঘদিন ধরে আফরোজাকে ইভটিজিং করে আসছিল। স্কুলে যাওয়া-আসার পথে নানা কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি তার প্রস্তাবে সাড়া না দিলে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয় সে। এ নিয়ে আফরোজা তার পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গত ২৫ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টার দিকে শান্তর মা হাফিজা খাতুন (সুফিয়া) আফরোজাদের বাড়িতে গিয়ে তাকে ও তার মাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং আফরোজাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলে। এ ধরনের অপমান সহ্য করতে না পেরে শুক্রবার দুপুরের দিকে আফরোজা বিষ পান করে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায শুক্রবার সন্ধ্যায় মার যায় আফরোজা।

এ বিষয়ে দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম জানান, আফরোজার পিতা ফারিজুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,বিকাল ৫:১০
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন