সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

মাসুদ আলী, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন ২০২৩, সীরাতুন-নবী (সা.) শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা, দুরুদ পাঠ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান শিক্ষক এস. এম আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘মানবতার মুক্তির দূত মহানবী (সা.)কে আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্ব নবীর শুভাগমন মানবজাতির জন্য রহমত স্বরূপ। পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও নবীর রেখে যাওয়া হাদিস মেনে জীবন যাপন করলে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া যাবে। মহানবীর জীবনীর সব কিছু মেনে চলে শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ার পরামর্শ দেন।’ এসময় শিক্ষার্থীদের মাঝে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উম্মে হাবিবা, আবু সাঈদ, আমিনুর রহমান, শফিউল ইসলাম, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মমতাজ হোসেন, আসাদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে নবীর জীবনীর উপরে কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মুসলিম উন্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ৪:৪০
  • ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন