নিজস্ব প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধী মো. রাসেল শেখকে নতুন ভ্যান উপহার দিয়েছেন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। সোমবার (২ অক্টোবর) দুপুরে কেএমপি সদর দপ্তর থেকে ব্যাটারি চালিত একটি ভ্যান তুলে দেন তিনি। জানা যায়, গত ১১ আগস্ট রাসেল নামে এক ব্যক্তির ভ্যান গাড়ি হারিয়ে যায়। পরিবারে তার বৃদ্ধ বাবা-মা ও দুজন বোন রয়েছে। তিন বছর ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত রাসেল। একটি এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি ক্রয় করা ছিলো। ওই দিন ভোর রাতে তার ভ্যানটি চুরি হয়ে যায়। পরবর্তীতে সে খানজাহান আলী থানা পুলিশকে জানালে অফিসার ইনচার্জ চুরি মামলা রুজু করে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মো. মোজ্জামেল হক জানান, প্রতিবন্ধি রাসেলের বিষয়টি আমাকে জানালে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য সহায়তারও ব্যবস্থা করেছি। তার ভ্যান উদ্ধার হলে সে একটি ভাড়া প্রদান করবেন ও অপরটি দিয়ে নিজে উপার্জন করবে বলেও জানান তিনি।