খুলনার সময়: অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । মঙ্গলবার (৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের সই চিঠিতে জানানো হয় যে, ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শোনা ও নেওয়া প্রয়োজন। বক্তব্য দেওয়ার জন্য আগামী ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কাজে সহযোগিতার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
এই মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধলব্ধ অর্থ স্থানান্তর বা রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করা হয়েছে এবং এটি দণ্ডবিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারার শাস্তিযোগ্য অপরাধ। মামলাটির বিশেষ বিবরণ অনুসরণ করতে গিয়ে প্রাধান বিদ্যুৎ নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও অন্য ১২ জনকে দুদকের সংশ্লিষ্ট দফতরে জিজ্ঞাসা করা হবে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেয়া শ্রমিকদের অর্থপাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি।