মালয়েশিয়ায় যশোরের এক যুবক নিহত

সড়ক দুর্ঘটনায়

যশোর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ার জোহর বারুই শহরে যশোরের আল মামুন জুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

যশোর পুলিশ সূত্রে জানা যায়, ৬ মাস আগে জীবন-জীবিকার তাগিদে জুবায়ের মালয়েশিয়ায় গমন করেন। সেখানে চার চাকার একটি ট্রাক চালাতেন তিনি। এদিন সকালে মালবহনকারী ট্রাক নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন জুবায়ের। এরপর জোহর বারুই শহরে পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এসময় সে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ (তোতা) বলেন, আল মামুন জুবায়েরের মৃতদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তার পরিবারের সদস্যরা কথা বলেছেন।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ১০:১২
  • ২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন