সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

মতবিনিময়

খুলনার সময়: সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তাবৃন্দ। বুধবার বিকাল ৩টায় সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সম্মেলন কক্ষে আঞ্চলিক পাসপোর্ট সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (সজেকা) খুলনার সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সদস্য আব্দুর রব ওয়ার্ছি, অধ্যক্ষ মো. রেজাউল করিম, শেখ মুশফিকুর রহমান মিল্টন, জিএম নাজমুল আরিফ, লিলি জেসমিন, পাসপোর্ট অফিসের লাবনী খানম ও মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মো: সাক্ষাওয়াত হোসেন বলেন, সরকারী নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করবেন। সেবা গ্রাহকদের সাথে সর্বদা ভাল আচরণ করবেন। সেবা দানকারীদের রুমে সামনে সেবা কর্ম নির্দেশনা টানানো জরুরী। সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির অভিযোগ পেলে নিয়মানুযায়ী অভিযান পরিচালনা করা হবে। এসময় পাসপোর্ট অফিসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,ভোর ৫:২৮
  • ৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৩ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন