নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে বাধা প্রদান ও আতর্কিত হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার বাঁকাল মার্কাস মসজিদ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড ও আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এব্যাপারে সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার বাঁকাল মার্কাস মসজিদ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড ও আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনা সভা চলাকালীন নুর মনোয়ার হোসেন ও আবু আব্দুল্লাহ আবু সাক্কারের নেতৃত্বে শহিদুল ইসলাম, মো. হাসানুর, মো. সিরাজুল ইসলামসহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জন সৈয়দ রাফিনুর আলীসহ নেতাকর্মীদের উপর অতর্কিত ভাবে হাতে লোহার রড, জিআইপাইপ, বাঁশের লাঠি ইত্যাদি সহকারে আমাদের আলোচনা সভা বন্ধ করতে বলে। এসময় সৈয়দ রাফিনুর আলী সভা বন্ধ করার কারণ জিজ্ঞাসা করিলে তারা উপস্তিত নেতাকর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ী ভাবে মারপিট করতে থাকে। তাৎক্ষণিক সৈয়দ রাফিনুর আলীর ভাইপো সৈয়দ রাশিদুজ্জামান (২০) ঠেকাইতে আসলে তাকে এলোপাতাড়ী ভাবে মাথায়, পিঠেসহ শরীরের বিভিন্নস্থানে জখম করে।
এক পর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে খুন জখমের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। এব্যাপারে সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা আওয়ামীলীগের সভাপতি/ সাধারণ সম্পাদকের আশু হস্তক্ষেপ কামনা করেন।