মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বে বাংলাদেশ

দ্বিতীয়পর্বে বাংলাদেশ

খুলনার সময়: ফিফা বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে আজ বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৫৫ নম্বর দল মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

কিংস অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের দশম মিনিটে সাদ উদ্দিনের বাড়ানো বলে ফাহিম দৌড়ে গিয়ে বক্সের শেষ প্রান্তে বল রিসিভ করেন। বল রিসিভ করেই রাকিবের উদ্দেশ্যে দ্রুতগতির কাটব্যাক করেন। ফাহিমের দুর্দান্ত পাসে রাকিবের ঠান্ডা মাথার ট্যাপ ইন গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মিনিট তিনেক পরেই বাংলাদেশ আরেকটি সুযোগ পেয়েছিল। ডান প্রান্ত থেকে অধিনায়ক জামাল ভূইয়া বক্সের সামনে বল ফেলেন। সতীর্থ ফরোয়ার্ড বলটি রিসিভ করলেও পোস্টে রাখতে পারেননি।

এরপর বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশের আক্রমনভাগের খেলোয়াড়রা। উল্টো ৩৬ মিনিটের মাথায় ডি বক্সে আসা ক্রসে ইব্রাহিম আইসামের হেডে সমতায় ফেরে সফরকারী মালদ্বীপ। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সাদ উদ্দিনের কোনাকুনি শট মালদ্বীপের গোলরক্ষক আংশিক সেভ করেন। সোহেল রানা ফিরতি বলে ফয়সাল আহমেদ ফাহিমকে বল বাড়ান। ফাহিম বল জালে পাঠাতে ভুল করেননি। বাকি সময় গোল করার সর্বাত্মক চেষ্টা করেছে বাংলাদেশ। তবে ফিনিশিং ব্যর্থতায় গোল সংখ্যা আর বাড়েনি।

বিশ্বকাপের বাছাইপর্বে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না জামালদের। মালদ্বীপের বিপক্ষে জেতায় অন্তত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ ফুটবল দল। সেইসঙ্গে বাড়বে এএফসি এশিয়া কাপে খেলার সুযোগ। তবে আগের ম্যাচে অ্যাওয়ে গোল থাকলেও তা বাংলাদেশকে বাড়তি কোনো সুবিধা দেয়নি। অ্যাওয়ে গোলের নিয়ম বহাল থাকলে ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও চলত তাদের।

মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে স্থান পেয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন। সম্প্রতি ফুটবলে বাংলাদেশ দলের উন্নতি চোখে পড়ার মতো। মালদ্বীপের বিপক্ষে তাদের মাঠে ড্র করার আগে শক্তিশালী আফগানিস্তানকে রুখে দেয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু সেগুল ছিল প্রীতি ম্যাচ। তবে এবার বিশ^কাপ বাছাইপর্বের মত বড় মঞ্চে জিতে নিজেদের সামথ্যের প্রমাণ দিয়েচে কাবরেরার শিষ্যরা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ৮:৫৪
  • ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন