কলেজ প্রতিনিধি: অবৈধ অনলাইন বেটিং, গ্যাম্বিলিং, ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ও হুন্ডি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, অর্থনীতি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস সালামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ওয়াশিম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক খন্দকার মফিজুর রহমান, জি.এম হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ড. মিলি আম্বিয়া, সহকারী অধ্যাপক শেখ আওসাফুর রহমান প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যম অন্যতম কারন। এসব অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার নানা ধরনের বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি জুয়ার বিজ্ঞাপন প্রচার করা ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যা দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এসময় এসব অবৈধ কর্মকান্ড থেকে শিক্ষার্থীদের বিরত থাকার জন্য আহ্বান জানান তারা৷
খুলনার সময়: রি/হো