রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের কাজ চালিয়ে যেতে বাধা নেই মর্মে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে দীর্ঘ স্থগিতাদেশের পর প্রকল্পের প্লটের ক্রেতারা অনুমোদিত প্রকল্প অনুযায়ী নির্মাণকাজ শুরু করতে পারবেন।
বুধবার (২২ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। পরিবেশবাদী আটটি সংগঠন ২০১২ সালে হাইকোর্টে একটি রিট করে। রিট আবেদনে বলা হয়, আশিয়ান সিটি ৪৩.১১ একর জমির জন্য অনুমোদন নিয়েছে। কিন্তু কাজ করছে ২৩০.৪৬ একর জমিতে। তারা যে জমি ভরাট করেছে সেটা নিম্ন জলাভূমি। এর প্রেক্ষিতে ২০১৪ সালে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ বলে রায় দিয়েছিল হাইকোর্ট।
এই রায়ের বিরুদ্ধে আপিলের পর মামলাটি পুনর্বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে ফেরত পাঠানো হয় এবং প্রকল্পের বৈধতা দেয় হাইকোর্ট। কিন্তু আপিল বিভাগ সেই রায়ের উপর স্থগিতাদেশ দিলে প্রকল্পটি আবার থমকে যায়। আজ বুধবার (২২ নভেম্বর) আপিল বিভাগের রায়ের ফলে আশিয়ান সিটি প্রকল্পের অচলাবস্থা কাটলো।