সাতক্ষীরায় ৪ টি সংসদীয় আসনে ৩৭ জনের মনোনয়ন পত্র দাখিল

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা রিটানিং অফিসারের কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসন থেকে ৩৭ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রাথীদের বিপরীতে দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান এক সংসদ সদস্যসহ সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ প্রভাবশালীরা নেতারা রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের আশে পাশে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের নিকট মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পর্টি, জাসদ, বিএনএফ, তৃনমূল বিএনপি, জাকের পার্টি, স্বতন্ত্র প্রার্থীরা। সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, দ্বাদশ জাতয়ি সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনে ১২ জন, সাতক্ষীরা-২ (সদর) আসনে ১১ জন, সাতক্ষীরা-৩ (দেবহাটা,আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) ৬ জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) ৮ জন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, সাতক্ষীরা-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, জাসদের ওবায়দুস সুলতান বাবলু, ওয়ার্কাস পার্টির মুস্তফা লুৎফুল্লা, বাংলাদেশ কংগ্রেসের মো:ইয়ারুল ইসলাম, জাকের পার্টির মো: খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এস এম মুজিবর রহমান, মুক্তিজোটের শেখ আলমগীর,সতন্ত্র মো: নুরুল ইসলাম, তৃনমূল বিএনপি‘র সুমি,জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত।
সাতক্ষীরা-২ (সদর)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি) মো: আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আফছার আলী, জাকের পার্টির শেখ ইফতেখার আল মামুন সুমন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মো: তৌহিদুর রহমান, জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু, বিএনএম এর মো: কামরুজ্জামান বুলু, তৃনমূল বিএনপি‘র মোস্তফা ফারহানা মেহেদি,মুক্তিজোটের আব্দুল আজিজ, স্বতন্ত্র এহসান বাহার বুলবুল।
সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল, সাম্যবাদী দলের শেখ তরিকুল ইসলাম, ন্যশনাল পিপলস্ পার্টির মো: আব্দুল হামিদ, জাকের পার্টির মো: মঞ্জুর হাসান, তৃনমূল বিএনপি‘র রুবেল হোসেন, জাতীয় পার্টির এ্যাড. আলিফ হোসেন।
সাতক্ষীরা-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতাউল হক, বিএনএম প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক ক্রেন্দ্রিয় নেত্রী মাসুদা খানম মেধা, বাংলাদেশ কংগ্রেসের মো: শরিফুল ইসলাম, তৃনমূল বিএনপি আসলাম আল মেহেদি,স্বতন্ত্র মিজানুর রহমান,ন্যাশনাল পিপলস্ পার্টির শেখ ইকরামুল, জাতীয় পার্টির মাহবুবুর রহমান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৯:২২
  • ১০ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১০ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন