মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের সাথে আসাদুজ্জামান বাবুর মতবিনিময়

সাতক্ষীরা সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বুধবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও: হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা আহসানিয়া মিশনের অধ্যক্ষ আলতাফ হুসাইন, হযরত আবু বক্কর সিদ্দীক ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান, আখড়াখোলা মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, মীর্জানগর দাখিল মাদ্রাসার সুপার জালাল উদ্দীন, শিয়ালডাঙ্গা মাদ্রাসার সুপার আব্দুল লতিফ, আইনুদ্দীন আলিম মাদ্রাসার অধ্যক্ষ রুহুর আমিন, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সুপার মাও. আব্দুর রউফ প্রমুখ। মতবিনিময় সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মুফতি মাও. আখতারুজ্জামান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,সকাল ১০:৩৩
  • ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন