খুলনার সময়: সাতক্ষীরায় লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি মো. আজগার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিফান আহমেদ। তিনি তার সকল প্রতিনিধির সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে আলোচনা রাখেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ, দেবহাটা উপজেলা প্রতিনিধি রশিদুল আলম, শ্যামনগর উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, শ্যামনগর উপজেলার বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মনিরুজ্জামান মিশুক, খুলনা ভয়েজ অব টাইগার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. মিহিরুজ্জিামান, ডি পি সি বাংলা টিভির স্টাফ রিপোর্টার মো. হাফিজ প্রমুখ। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. হাফিজুল্লাহ।