আব্দুর রশিদ: সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ইটাগাছা নতুন গ্রামের আদম পাচারকারী মজনুর রহমান ওরফে মুন্নার খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন বাবুলিয়া গ্রামের আমানুল্লাহ। এদিকে টাকা ফেরত চাওয়ায় তাকে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হচ্ছে। সাধারণ ডাইরি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া গ্রামের হামিদ সরদারের ছেলে আমানুল্লাহকে বিদেশে পাঠানোর নামে টাকা নেয় মজনুর রহমান ওরফে মুন্না। দির্ঘদিন ধরে টালবাহানা করার পর আমানুল্লাহ সহ আরও কয়েকজনের টাকা নিয়ে বিদেশে পাড়ি জমায় মুন্না। খবর জানতে পেরে বিভিন্ন সময় মুন্নার বাড়ি যেয়ে পাওনা টাকার তাগাদা দেয় আমানুল্লাহ। সর্বশেষ টাকা চাইতে গেলে মজনুর রহমান মুন্নার স্ত্রী ছালেহা, শ্যালীকা আয়েশা, শাশুড়ী রিজিয়া ও শ্বশুড় আব্দুল বারী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হেনস্থা করে। এরপরও তাদের বাড়িতে টাকা চাইতে গেলে তাকে প্রাননাশসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দিয়েছে তারা। নিজের নিরাপত্তার জন্য আমানুল্লাহ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন আমানুল্লাহ।