কখনো পুলিশ, কখনো এনএসআই আবার কখনো বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে অর্ধশতাধিক তরুণীর সঙ্গে গড়েছেন প্রেমের সম্পর্ক। এরপর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ও ছবি ধারণ করে হাতিয়ে নিতেন স্বর্ণলঙ্কারসহ বিপুল অর্থ। খুলনায় এমন এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে খুলনা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলাম।