আড়ুয়াখালী পি.এম দাখিল মাদ্রাসায় জুনিয়র শিক্ষক এখন ভারপ্রাপ্ত সুপার!

প্রতিকারের দাবীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার আড়ুয়াখালী পি.এম দাখিল মাদ্রাসায় সুপারের অবর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৭.৪ অনুচ্ছেদের বিধান লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ মার্চ) এ বিষয়ে শিক্ষা সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা। সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক, চেয়ারম্যান, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার আড়ুয়াখালী পি.এম দাখিল মাদ্রাসার সুপার মো. আলতাফ হোসেনের মৃত্যুর পর থেকে সহ সুপার মাওলানা আবু তাহের কোন প্রকার আইনের তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সরকারি বিধান লঙ্ঘন করে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ না করিয়ে জুনিয়র শিক্ষক মো. আব্দুল্লাহকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ করেন। ফলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গসহ নানান অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে এবং অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের লক্ষে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন অভিভাবকদের পক্ষে মো. আমজাদ হোসেন ও শিক্ষার্থীদের পক্ষে তামিম হোসেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,বিকাল ৩:২০
  • ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন