মাহমুদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাংচুর ও লুটপাট: ৪ জন আহত

সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে ভাংচুর, লুটপাট ও জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টায় রহমাতুল্লাহ মোড়লের ছেলে সাইফুল্লাহ ও হাবিবুর রহমান ৮০ হাজার টাকা দিয়ে সন্ত্রাসীদের ভাড়া করে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও মারধর করে। এরআগে বুধবার রাতেও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত ৪ জন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেন। আহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফারের ছেলে রবিউল ইসলাম, কবিরুল ইসলাম এবং মো. ইয়াকুব আলী ও আব্দুল কুদ্দুস। সূত্রে জানা গেছে, আবু বকর মোড়লের দখলীয় সম্পত্তিতে এসে পুর্ব পরিকল্পিতভাবে এ হামলা ও ভাংচুরের ঘটনায় বসতবাড়ি, মুরগীর খামার, রান্নাঘর ও গোয়াল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগি পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সকাল ১১:২০
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন