সাতক্ষীরায় বড় বাজারে তেলের মিলে অগ্নিকাণ্ড

সাতক্ষীরা বড় বাজারের স্টার ওয়েল এন্ড ভুট্টা মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (১৫ মার্চ) ভোর রাত ১ টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে আব্দুস সামাদের মালিকানাধীন মিলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি মিলের ভিতরে আগুন জ্বলছে। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্ট) ইদ্রিসুর রহমান বলেন, বড় বাজারের একটি মিলে আগুন লাগে। এটি ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রনে এসেছে। বর্তমানে বড় বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিমুল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। আমাদের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, মিলের ভেতরে একটি গুদামে বিপুল পরিমাণ সরিষা ও ভুট্টারর বস্তা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সন্ধ্যা ৭:৪৮
  • ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৮ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন