জয় সরদার: সাতক্ষীরা সদর উপজেলা বল্লী ইউনিয়ন পরিষদে বাংলা নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অতীতের গ্লানি, দু:খ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ ১৪৩১-কে বরণ করে নেওয়ার দিন। বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ বাংলা বছরের প্রথম দিন টাকে নবীন বরণ করে নিতে রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বল্লী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে মঙ্গল এসে শোভাযাত্রা সমাপ্তি হয়। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বল্লী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড মো. মহিতুল ইসলাম, সচিব তানজির আহমেদ, মো. আলমগীর হোসেন, দফাদার মো. আবু তালেবসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ।