সাতক্ষীরায় আইটি সাপোর্ট সার্ভিস,অটোমোটিভ মেকানিক্স, কনজুমার ইলেকট্রনিক্সর ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের বিনেরপোতা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর আয়োজনে বৃহস্পতিবার সকালে টিটিসর সম্মেলন কক্ষে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালে বক্তব্য রাখেন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো পরিচালক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বিসিক জেলা কার্যলয়ের উপব্যবস্থাপক গৌরব দাস, মাগুরা জেলা যুব ও কর্মসংস্থানের কর্মকর্তা মোঃ গোলাম শরফুদ্দীন, খুলনা জেলার যুব ও কর্মসংস্থানের কর্মকর্তা মোঃ মজনুর রহমান,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা সহ আরো অনেকে।