নিজস্ব প্রতিনিধি: আসন্ন সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াতকলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলামের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতুর বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মালেক শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আব্দুল কালাম, স্থানীয় আ. লীগ নেতা ইদ্রিস খাঁ, লিয়াকত আলী, মতিয়ার রহমানসহ এলাকার নানা শ্রেণি পেশার মানুষ৷
এসময় লিয়াকত আলী বলেন, একজন পোড়খাওয়া রাজনীতিবিদ ও শিক্ষিত মানুষ হিসেবে আমরা তাকে পছন্দ করেছি৷ এর বাইরেও আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি তিনি কর্মঠ একজন মানুষ। আশা রাখছি, তিনি বিজয়ী হলে তালা উপজেলাবাসীর জন্য ভালো কিছু করবেন।