ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানভীর হুসাইন সুজন

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মারুফ তানভীর হুসাইন (সুজন) বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, পথসভা ও কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার দিনব্যাপি বিভিন্ন স্থানে পথ সভা ও গণসংযোগ করেন তিনি।
পথসভায় সাধারণ ভোটাররা বলেন, তানভীর হুসাইন সুজন ছাত্র জীবন থেকে রাজনীতি করে এই পর্যায়ে আসছেন। তিনি একজন পরিছন্ন রাজনীতিবিদ। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমরা জানি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী’র নির্দেশনায় অনেক উন্নয়ন করেছেন। আমরা তার উপর সন্তুষ্ট, আবার একটু কষ্টও ছিল। আজ আমাদের মাঝে আসছেন আমরা সব দু:খ কষ্ট ভুলে গেছি। তিনি আমাদের অভিভাবক। আমাদের শেষ ঠিকানা। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকলে আমরা নিরাপদে থাকব। বিগত নির্বাচনে আমরা তাকে শতভাগ ভোট দিয়েছি। আগের ন্যায় আগামী ২৯ মে নির্বাচনে শতভাগ ভোট দিব ইনশাআল্লাহ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,দুপুর ১:৪৬
  • ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৩ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন