চল্লিশে মা হচ্ছেন ক্যাটরিনা!

বলিউডের অনেক তারকা দম্পতিই গুছিয়ে নিয়েছেন সংসারজীবন। পাশাপাশি বাবা-মাও হয়েছেন অনেকে। এবার সুখবর দিতে চলেছেন তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গুঞ্জন ছড়িয়েছে মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। এর আগেও বহুবার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে ক্যাটরিনার। সম্প্রতি বিমানবন্দরে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে তাকে। আর এতেই গুজব ছড়িয়েছে তিনি গর্ভবতী। এদিন ক্যাটরিনার পরনে ছিল লম্বা জ্যাকেট। নেটিজেনদের দাবি, বেবিবাম্প লুকোনোর চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে বিমানবন্দরে ভিকি কৌশলের একটি ছবি জল্পনা আরও বাড়িয়েছে। শোনা যাচ্ছে, ক্যাটরিনার সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছেন তিনি। যদিও স্পষ্ট নয়, কোথায় যাচ্ছিলেন ভিকি। তবে অনুরাগীরা চাইছেন, এবার ভিকি-ক্যাটরিনার কোলে নতুন অতিথি আসুক।

প্রসঙ্গত, ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা-ভিকি। রাজকীয় আয়োজনেই বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। তবে বিয়ের আগ পর্যন্ত নিজেদের সম্পর্কের ব্যাপারে একেবারেই চুপ ছিলেন তারা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পরই বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা-ভিকি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,দুপুর ২:৫৭
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন