খুঁজে পাওয়া যাবে না আর সেই ‘গল্পকার’ পিয়ালকে

তারার দেশেই পাড়ি জমালেন বাংলাদেশের ব্যান্ড জগতের ‘তরুণ তারা’ গায়ক ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়াল। সড়কেই ঝরে গেলো তার ত্রিশ না পেরোনো ‘দেহখান’। এবার তাকে গানের প্রতিটা ছন্দেই খুঁজতে হবে। মৃত মানুষের চিৎকার শুনতে পাওয়া না গেলেও পিয়াল ভক্তদের চিৎকারে (বেদনার্ত কথকতা) সয়লাব হয়ে গেছে ফেসবুক। তার গাওয়া গানের প্রিয় লাইনগুলো ধরেই তাকে স্মরণ করছেন অনেকে।

অড সিগনেচার ব্যান্ড দলের এই সদস্য সিলেটের একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে যাওয়ার সময় শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২৬ বছরেই তার গানের হয়েছে অবসান। এই দুর্ঘটনায় ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন।
ব্যান্ডের বাকি সদস্যরা আহত হলেও তারা আশঙ্কামুক্ত বলে ফেসবুকে জানিয়েছে অড সিগনেচার।

২০১৭ সালে অড সিগনেচারের যাত্রা। কম সময়েই তরুণদের মাঝে জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। গানটি লিখেছেন মুনতাসির রাকিব।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,বিকাল ৩:০১
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন