পোস্টারে ‘এশা মার্ডার : কর্মফল’ রহস্য

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চরিত্রের প্রয়োজনে পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করছেন এ অভিনেত্রী। হচ্ছেন প্রশংসিতও। এবার ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমার প্রথম পোস্টারে সবাইকে চমকে দিলেন তিনি। এর আগে টিজার প্রকাশের পর সিনেমার গল্পে যে রহস্যের আভাস দেওয়া হয়েছিল, ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমার প্রথম পোস্টারে সে রহস্যের একটি ভিন্নমাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। এএসপি লিনা হিসেবে আজমেরী হক বাঁধন এবং ভিকটিম হিসেবে পূজা ক্রুজ নিজ নিজ চরিত্র ধারণ করার দক্ষতায় এই সিনেমায় কতটা পারদর্শী ছিলেন তার একটি প্রতিচ্ছবি এই পোস্টারে স্পষ্ট হয়েছে।

সানী সানোয়ার পরিচালিত, কপ ক্রিয়েশন ও বিঞ্জ-এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমায় বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন নবাগত পূজা এগনেজ ক্রুজ। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘এশা মার্ডার : কর্মফল’। সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,বিকাল ৫:৫৮
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন