খুলনার সময়: জনপ্রিয় বাংলা ব্যান্ড শিল্পী জেমসের আজ জন্মদিন। গানের জগতে নিখুঁত প্রিয় শিল্পী জেমস পার করলেন ৫৯তম বছর। জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। তিনি বাংলা ব্যান্ড সংগীতের মহান কিংবদন্তি, যার জনপ্রিয় গানের মধ্যে ‘ভিগি ভিগি’, ‘চল চলে’, ‘আলবিদা’, ‘দুষ্টু ছেলের দল’ ইত্যাদি স্মরণীয়।
নওগা জেলায় জন্মগ্রহণ করলেও জেমস বেড়ে ওঠেন চট্টগ্রামে। ১৯৮০ সালে তিনি ‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামক অ্যালবাম দিয়ে জেমস ব্যক্তিগত জীবনে জনপ্রিয়তা পায়। তারপর থেকে তিনি নগর বাউল নামে পরিচিত হন।
জেমসের জনপ্রিয় গানগুলো আজও শ্রদ্ধাশীল। তার শখ ও দক্ষতা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তার দৃঢ় ইচ্ছা, পরিশ্রম ও দক্ষতা দ্বারা। আমরা শুভেচ্ছা জানাচ্ছি জেমসকে তার জন্মদিনে, এবং আশা করছি যে তার সৃজনশীল গান ও সংগীত চিরকাল চিরস্থায়ী থাকুক।
চলচ্চিত্রে সর্বশেষ এই শিল্পীকে ২০১৭ সালে ‘সত্ত্বা’ ছবিতে গাইতে দেখা যায়। এই ছবির ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সেই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।