পলাশপোলে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান

মাসুদ আলী: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোলে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পলাশপোল নূর মহলের সামনের খাল ধারের আলতাপ হোসেনের বাড়ির সামনে হতে সোনা মিস্ত্রির বাড়ির সামনে পর্যন্ত এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসান।এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী মো. কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, জেলা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রাক্তণ জেলা স্কাউটস্ কমিশনার আশরাফ উদ্দীন, প্রাক্তণ সহকারী তথ্য অফিসার লতিফুন্নাহার, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা মিলন রায়, নির্মাণ কাজের ঠিকাদার আকরাম হোসেন খান বাপ্পী, আশরাফ খান শফি, কমল বিশাস, আলতাফ হোসেন, শাহ্ মো. আবিদুর রহমান, রেজাউল করিম, জিয়ারুল ইসলাম, পাভেল রহমান, পৌরসভার কার্য সহকারী আব্দুল মোতালেব, জাহিদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এডিপি’র অর্থায়নে ও সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ২৬২ ফুট এ আরসিসি ঢালাই রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। দীর্ঘ ৩৫ বছর পর অবহেলিত এ রাস্তা নির্মাণ কাজের শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানান। উদ্বোধনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম মাও. জাহাঙ্গীর আলম।

ভিডিও সংবাদ

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৮:২৫
  • ৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৩ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন